আফগানিস্তানের কাছে ৪-০ গোলে বাংলাদেশের হার
খেলা ডেস্ক ঃ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ত্রিভানদ্রাম ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আফগানদের বিপক্ষে লড়াই-ই করতে পারেনি মারুফুল হকের দল। ম্যাচের ষষ্ঠ মিনিটে বক্সের মধ্যে বিপজ্জনক জায়গায় বল পেয়েও দ্রুত এগিয়ে আসা আফগানিস্তান গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন শাখাওয়াত হোসেন রনি। এরপর ম্যাচের ৩১ থেকে ৪১ মিনিট পর্যন্ত ১০ মিনিটেই তিন গোল হজম করেতে হয় বাংলাদেশকে। ৩১ মিনিটে হাসান আমিনের কর্নারে দ্বিতীয় দফা হেডে জালে প্রবেশ করান মাশি সাজগানি। পরের মিনিটে আরও গোল করে আফগানিস্তান। ইয়াসিনের ভুলে আনমার্ক অবস্থায় বল পেয়ে যান ফয়সাল। ঠান্ডা মাথায় গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে কাটিয়ে জালে প্রবেশ করান আফগান অধিনায়ক। তখনই নাসিরউদ্দিন চৌধুরীকে উঠিয়ে তপু বর্মনকে মাঠে নামান মারুফুল। আস্তে আস্তে নিজেদের গুছিয়ে ম্যাচের ৪০ মিনিটে দারুন এক আক্রমন শানায় মামুনুল বাহিনী। তবে ওই সুযোগ হাতছাড়া করেন সোহেল রানা। পরের মিনিটে কাউট্যার এট্যাক আরও এক গোল হজম করে মারুফুল হকের শিষ্যরা। ৬৯ মিনিটে চতুর্থ গোল করে সাফে বাংলাদেশকে বড় লজ্জায় ফেলেন কাবিবার আমিন। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় পেল আফগানিস্তান। আগের পাঁচ ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশের জয় ছিল একটি; বাকি চার ম্যাচ হয়েছিল ড্র। আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে মালদ্বীপের। একই দিনে আফগানিস্তানের প্রতিপক্ষ ভুটান।