সব

আ’লীগ প্রার্থীর বাড়িতে বিদ্রোহী প্রার্থীর হামলা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 27th December 2015at 4:31 pm
94 Views

11জেলা ডেস্ক ঃ শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোঃ হায়দার আলীর বাড়িতে বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম বাবু রাঢ়ি ও তার সমর্থকরা বোমা হামলা ও গুলি করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী প্রার্থীর পরিবার ও সমর্থকরা। শনিবার রাত অনুমান পৌনে ৯টায় ২৫/৩০টি মোটরসাইকেলে করে বিরোধী প্রার্থীর লোকেরা এসে বোমাবাজি ঘটিয়ে পাশের মধু ঋষির বসতবাড়ির একটি ঘরে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা ও গুলির খোসাসহ আলামত উদ্ধার করেছে। এ নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে। মধু ঋষির ছেলে দীনেশ বলেন, ‘দুটি ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে আমাদের ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কারা এটা করেছে তা দেখিনি।’ এ ব্যাপারে হায়দার আলী মেয়রের মেয়ে সাকেরা নাসরিন বলেন, শনিবার রাতে ২৫/৩০ টি মোটরসাইকেলে করে বিদ্রোহী প্রার্থী তার সমর্থক শাহ আলম চৌকিদারসহ ৫০/৬০ জন সন্ত্রাসী এসে আমাদের বাসা লক্ষ্য করে বোমা মারে ও গুলি করে। এ সময় আমরা দরজা আটকে বাসায় ঢুকে পড়ি। তারা আমাদের পরিবারের লোকজনদের গালিগালাজ করে। সন্ত্রাসীরা আমাদের না পেয়ে প্রতিবেশী আমাদের নৌকামার্কার সমর্থক মধু ঋষির বাড়ি গিয়ে একটি ঘরে অগ্নিসংযোগ করেছে।’ অভিযোগের ব্যাপারে আওয়মী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম বাবু রাঢ়ির বক্তব্য পাওয়া যায়নি। আওয়ামী লীগের প্রার্থীর বাড়িতে বোমাবাজি ও গুলির ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী বলেন, ‘বোমা হামলার খবর শুনে সেখানে গিয়ে আলামত উদ্ধার করেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ করা হলে মামলা নেওয়া হবে।’


সর্বশেষ খবর