সন্ত্রাসের শেকড় উপড়ে ফেলতে হবে: আইনমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সন্ত্রাসের শেকড় উপড়ে ফেলতে সমাজের পাশাপাশি পরিবারকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আজ শনিবার বাংলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্রাইম অ্যান্ড জাস্টিস স্টাডিজ আয়োজিত বার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেন আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, সারা বিশ্বে সন্ত্রাসবাদ বেড়েছে। তবে সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে বাংলাদেশে তা মাথাচাড়া দিতে পারেনি। এ সময় সন্ত্রাসবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।