দ্বৈত্য নাগরিক আইনের সংসুদনিঃ ড়,এম এ মোমিন
মামুনুররশীদঃ উন্নয়ন বিশেষজ্ঞ ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি অর্থনীতিবিদ ড়,এম এ মোমিন বলেন,
দেশে সরকারের পাশাপাশি প্রবাসীরা সর্ব ক্ষেত্রেই অবদান রেখে যাচ্ছেন।তাই তাদের সুবিদার জন্য দ্বৈত্য নাগরিক আইনের ৫’৭’১১.সংসুদনি করা প্রয়োজন।
শনিবার হিউমেনেটারিয়ান এন্ড সেভিং লাইফ ট্রাস্ট(HSLT) ইউ,কে” উদ্যোগে সিলেট বিয়ানীবাজার উপজেলার পৌর সভার নবাং সুতার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত দুঃস্থ ও অসহায় দের মধ্যে ফ্রি কমবল বিতরন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
(HSLT) চেয়ারম্যান জনাব:আসিকুর রহমান এর সভাপতিত্বে এবংনবাং-সমাজকল্যাণ একান্ন সমিতির কর্মকরতাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা আতাউর রহমান খান।
উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুছ টিটু।উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুকুর।বিয়ানীবাজার থানা অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, তিনি বলেন,আমাদের নেতা নুরুল ইসলাম নাহিদ ভাই সজ্জ্বন ব্যক্তি।তিনি শেখ হাসিনা সরকারের সফল শিক্ষামন্ত্রী।তার এলাকায় আসতে পেরে আমি আনন্দিত।এবং এই অঞ্চলের যুক্তরাজ্যস্থ সিলেট বিয়ানীবাজার উপজেলার পৌর সভার নবাং গ্রামের সন্তান জনাব:আসিকুর রহমান চেয়ারম্যান”দ্যা হিউমেনেটারিয়ান এন্ড সেভিং লাইফ ট্রাস্ট (HSLT) ইউ কে” তিনির মতো দেশে সরকারের পাশাপাশি প্রবাসীরা সর্ব ক্ষেত্রেই অবদান রেখে যাচ্ছেন।
তিনির আমনএনে এরকম সমাজ সেভা মুলক অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। আপনারা যদি বিয়ানীবাজার উপঃ দুঃস্থ ও অসহায় দের তালিকা করেদেন।তবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমৃদ্ধ বাংলাদেশ গড়াও সরকারের পক্ষে আরো সহজ হবে।