বিয়ানীবাজার নবাং (HSLT) ইউ,কে”এর উদ্যোগে ফ্রি কমবল বিতরন সম্পনন
মামুনুররশীদঃ উন্নয়ন বিশেষজ্ঞ ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি অর্থনীতিবিদ ড়,এম এ মোমিন বলেন, দেশে সরকারের পাশাপাশি প্রবাসীরা সর্ব ক্ষেত্রেই অবদান রেখে যাচ্ছেন।তাই তাদের সুবিদার জন্য দ্বৈত্য নাগরিক আইনের ৫’৭’১১.সংসুদনি করা প্রয়োজন।
আজ শনিবার সকাল ১১টায় হিউমেনেটারিয়ান এন্ড সেভিং লাইফ ট্রাস্ট(HSLT) ইউ,কে” উদ্যোগে সিলেট বিয়ানীবাজার উপজেলার পৌর সভার নবাং সুতার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত দুঃস্থ ও অসহায় দের মধ্যে ফ্রি কমবল বিতরন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
(HSLT) চেয়ারম্যান জনাব:আসিকুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুল বাছিত (জুহেল) ও সভাপতি জনাব গিয়াস উদ্দিনে এবং ক্রীড়া সম্পাদক জামিল আহমদের সঞ্চালনা উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
মোঃ হাজী আবদূল মুকিত।
বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা আতাউর রহমান খান বলেন, আপনারা খুব ভাগ্যবান ১৯৭১ সালে দেশ সাবদিনে আবদান রেখেছিলেন বীর মুক্তিযাদ্ধা জনাব ছমির উদ্দীন আর বর্তমানে প্রবাসী (HSLT) চেয়ারম্যান আসিকুর রহমান তাদের কে আমি ধন্যবাদ জানাই।
উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুছ টিটু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, বিয়ানীবাজার থানা অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ ।