সব

সরকার সংবিধান অধিকারগুলোকে পদদলিত করছে : ন্যাপ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 8th January 2017at 5:17 pm
46 Views

26স্টাফ রিপোর্টারঃ গণতান্ত্রিক রাষ্ট্রে বিএনপির সভা-সমাবেশের মতো কর্মসূচি পালনে বাঁধা ও বিরোধী দলকে দমন করে সরকার সংবিধান স্বীকৃত রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

আজ রবিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এই অভিযোগ করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সভা-সমাবেশ করার সাংবিধানিক অধিকারের বাঁধা প্রদান করে বর্তমান সরকার নিদেজের বাকশালী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।

নেতৃদ্বয় বলেন, দেশের বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতে সরকার সারা দেশে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতন নিপীড়নের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করা হচ্ছে। বিরোধী দলগুলোর সভা-সমাবেশের অধিকারকে দমন করা হচ্ছে নির্দয়ভাবে।

 

 


সর্বশেষ খবর