২৩১ টি সামরিক যান নিয়ে পূর্ব ইউরোপের পথে সেনাবহর
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সামরিক বাহিনীর বড় আকারের একটি বহর রুশ সীমান্ত সংলগ্ন পূর্ব ইউরোপে যাওয়ার লক্ষ্যে জার্মানিতে প্রবেশ করেছে।
সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পরে এটি পূর্ব ইউরোপে সবচেয়ে বড় মার্কিন সামরিক উপস্থিতি বিবেচনা করা হচ্ছে। এ অঞ্চলের মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতে ন্যাটো বাহিনীর সঙ্গে একযোগে কাজ করবে মার্কিন বহরটি।
শুক্রবার জার্মানির উত্তরাঞ্চলীয় ব্রেমারহেভেন বন্দর দিয়ে দেশটিতে প্রবেশ করে মার্কিন সেনাবহর। এ বহরে ৮৭টি ট্যাংক ও ১৪৪টি সামরিক যান রয়েছে। সঙ্গে প্রায় ৩ হাজার ৫০০ সেনা এ বহরের সঙ্গে রয়েছে। মার্কিন সেনাবহরটি ন্যাটোর ইস্টার্ন ফ্রন্টিয়ারের সঙ্গে যুক্ত হয়ে পূর্ব ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন থেকে এ অঞ্চলকে রক্ষায় ভূমিকা রাখবে।
নতুন এ বহরটি আগামী দুই সপ্তাহে জার্মানির সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে প্রবেশ করবে। দেশটিতে নিযুক্ত ন্যাটো বহরের সঙ্গে মিলিত হবে। এরপর এস্তোনিয়া ও বুলগেরিয়া হয়ে একে একে সাতটি দেশ পেরিয়ে রাশিয়ার সীমান্ত বরাবর এগিয়ে যাবে।
তবে এ বহরের যাবতীয় কর্মকাণ্ড জার্মানি থেকে নিয়ন্ত্রণ করা হবে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ন্যাটোর অন্য সদস্যরাও পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে।