টেস্ট সিরিজটি আরো কঠিন হবে: মাশরাফি
খেলা ডেস্কঃ বাংলাদেশের জন্য আজকের দিনটি দুঃস্বপ্নময়। ওয়ানডে সিরিজের পর টি-২০ সিরিজেও হোয়াইওয়াশ হয়েছে বাংলাদেশ। তার ওপর আজ ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন ব্যাটসম্যান ইমরুল কায়েস ও অধিনায়ক মাশরাফি মতুর্জা।
৬ উইকেটে ১৬৭ রানে গুটিয়ে যাওয়ায় আজ ব্যাট করতে নামতে হয়নি মাশরাফি ও ইমরুলকে।
ডান হাতের কব্জিতে চোট পাওয়ায় ব্যান্ডেজ বেঁধে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি।
চোটের ব্যাপারে তিনি বলেন, ‘আমাকে প্রথম স্ক্যান করে দেখতে হবে কী হয়েছে। তার পর বলা যাবে।’
ম্যাচের ব্যাপারে তিনি বলেন, ‘ম্যাচটি আসলে খুব কঠিন ছিল। আমরা দুর্দান্ত ব্যাটিং করেছি। ফলে নিউজিল্যান্ডের ওপর কিছু সময়ের জন্য হলেও আমরা চাপ সৃষ্টি করতে পেরেছিলাম। তবে পরে তারা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।’
আসন্ন টেস্ট সিরিজ সম্পর্কে মাশরাফি বলেন, ‘টেস্ট সিরিজটি আরো কঠিন হবে। আমাদের মানসিকভাবে আরো মজবুত হতে হবে।’
সংবাদ সম্মেলন শেষে হাত স্ক্যান করাতে হাসপাতালে গেছেন টাইগার অধিনায়ক মাশরাফি।