সব

প্রবাসীরা দেশে এখন উন্নতমানের স্কুল প্রতিষ্ঠা করছেনঃ নাসির উদ্দিন খান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 8th January 2017at 5:54 pm
45 Views

5মামুনুররশীদঃ সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, প্রবাসীরা ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি দেশে এখন উন্নতমানের স্কুল প্রতিষ্ঠা করছেন। বর্তমান সরকারের নানামুখি উদ্যোগের ফলে তরুণ প্রজন্ম পড়ালেখায় আগ্রহী তাই শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে লোকমান চৌধুরী একাডেমি তাঁরই এক উজ্জ্বল দৃষ্টান্ত ।

শনিবার (আজ) দুপুরে বিয়ানীবাজারের কাকরদিয়ায় লোকমান চৌধুরী একাডেমির ৬ষ্ঠ-৮ম শ্রেণীর উদ্বোধন ও ৪ স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

নাসির খান বলেন, একাডেমি প্রতিষ্ঠার একবছরের মধ্যে তারা ভালো ফলাফল করেছে। এ অর্জনের পেছনে শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী, পরিচালনা কমিটি, পৃষ্ঠপোষক লোকমানসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তিনি আশাবাদি কম সময়ের এ একাডেমি সিলেটের নামকরা প্রতিষ্ঠানে পরিণত হবে। নাসির খান স্কুলের অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।

লোকমান চৌধুরী একাডেমি ম্যানেজিং কমিটির সভাপতি ও শেওলা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ শামছ উদ্দিন খানের সভাপতিত্বে এবং শিক্ষক রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   এবংবক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিকুর রহমান, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, শেওলা ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন রুনু।একাডেমির ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির, শেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম, প্রমুখ।

উল্লেখ্য, পিইসি পরীক্ষায় জিপিএ৫ প্রাপ্ত লোকমান চৌধুরী একাডেমির ৪ শিক্ষার্থী, তেরাদল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেরাদল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেরাদল-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ ৫ এবং জিপিএ এ প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।


সর্বশেষ খবর