প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে গেলেন মন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ সাংবাদিকদের প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
সৌদি আরবে কর্মী প্রেরণে অভিবাসন ব্যয় সংক্রান্ত সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তর না দিয়েই তিনি সংবাদ সম্মেলন ছেড়ে যান।
বিগত বছরের কর্মী প্রেরণে মন্ত্রণালয়ের অর্জন ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আজ বেলা ১২টায় ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, সৌদি আরবে যাওয়ার জন্য সরকার এক লাখ ৬৫ হাজার টাকা অভিবাসন ব্যয়ের কথা বললেও প্রকৃতপক্ষে লাগছে তিন থেকে আট লাখ টাকা।
এ বিষয়ে মন্ত্রণালয়ের করণীয়ও জানতে চান সাংবাদিকরা। বরাবরের মতো মন্ত্রী জবাবে বলেন, আমরা এমন কোনও অভিযোগ পাইনি। যারা বিদেশ যাচ্ছে তাদেরও ডেকে জিজ্ঞেস করা হয়। কিন্তু তারা শিকার করে না।
তাদের কাছ থেকে লিখিত অভিযোগ না পেলে কোন ব্যবস্থা নেয়া সম্ভব নয় বলেও জানান। এক পর্যায়ে মন্ত্রীর কাছে অন্তত: একটি রিক্রুটিং এজেন্সির নাম জানতে চান সাংবাদিকরা যারা ১ লাখ ৬৫ হাজার টাকায় সৌদি আরব কর্মী পাঠাচ্ছে।
এ সময় মন্ত্রী আর কোনো উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন থেকেই বের হয়ে যান। পরে মন্ত্রণালয়ের সচিব বলেন, আমরা তো বলবো সবাই এই টাকায় পাঠাচ্ছে। তবে এটা ঠিক দুই প্রান্তে মধ্যসত্বভোগী রয়েছে।
তাদের কারণেই খরচ বাড়ছে। আমরা তাদের তালিকা করছি। এর আগে মন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ২০১৬ সালের অর্জন নিয়ে লিখিত বক্তব্যে দেন।