সব

চিকিৎসা শিক্ষার মান নিয়ে কোনো আপোষ নাই: নাসিম

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 8th January 2017at 7:31 pm
45 Views

32স্টাফ রিপোর্টারঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চিকিৎসা শিক্ষার মান নিয়ে সরকার কোনো আপোষ করবে না। যে কলেজে মানসম্মত শিক্ষক নাই, লাইব্রেরী ও ল্যাবরেটরিসহ প্রয়োজনীয় অবকাঠামো নাই, শিক্ষার্থীর সংখ্যার অনুপাতে হাসপাতালের শয্যা নাই সেই কলেজ চালানোর কোনো দরকার নাই।

তিনি বলেন, সরকার এ বছর চারটি কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করেছে। যে সব কলেজ দ্রুত সময়ের মধ্যে নীতিমালার শর্ত পূরণ করতে পারবে না আগামী শিক্ষাবর্ষে তাদের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আজ রোববার ঢাকা মেডিকেল কলেজের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের কে-৭৪ ব্যাচের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইসমাইল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান, বিএমএ’র মহাসচিব অধ্যাপক এহতেশামুল হক, স্বাচিপ-এর মহাসচিব ডা. এম এ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।

নতুন শিক্ষার্থীদেরকে পড়ালেখার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম, বলেন, ভালো চিকিৎসক হতে হলে পড়ালেখাকে অগ্রাধিকার দিতে হবে। রাজনীতিকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন নাই। পড়াশোনার পাশাপাশি মানবিক গুণাবলীর বিকাশ ঘটালে সুচিকিৎসক তৈরি হয়।

ইন্টার্নী চিকিৎসকদেরকে রোগী ফেলে রেখে ধর্মঘটে না যাওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের প্রথম কাজ রোগীর চিকিৎসা করা। কোনো ভুল বুঝাবুঝির কারণে রোগী ফেলে রেখে অযথা ধর্মঘট করা কোনো মানবিক গুণাবলীর মধ্যে পড়ে না।

তিনি বলেন, কোনো আন্দোলন ছাড়াই সরকার ইন্টার্নী চিকিৎসকদের ভাতা বাড়িয়েছে। তাই চিকিৎসায় অবহেলা করে অযথা আন্দোলনে যাওয়ার কোনো যুক্তি নেই ।

মোহাম্মদ নাসিম বলেন, দেশের চিকিৎসা শিক্ষার মানকে উন্নত করার লক্ষ্যে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আগ্রহ রয়েছে। এ বছর দেশের ইতিহাসে সর্বোচ্চ নিখুঁত প্রক্রিয়ার মধ্য দিয়ে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি থেকে সারা দেশের সকল মেডিকেল কলেজের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

 


সর্বশেষ খবর