সব

নির্বাচনকালীন সরকার ও প্রশাসন নিরপেক্ষ চান ড. কামাল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 9th January 2017at 12:06 am
44 Views

36স্টাফ রিপোর্টারঃ নির্বাচনকালীন সরকার ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে বলে মনে করেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি প্রশ্ন করে বলেন, ‘আম্পায়ার যদি নিরপেক্ষ না থাকে তাহলে খেলা হয়?’

রোববার বিকালে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ড. কামাল এসব কথা বলেন।

তিনি বলেন,২০০৮ সালের মতো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা যেন জনগণের শাসন প্রতিষ্ঠা করতে পারি।

ড. কামাল হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন আইনে কি কি বিধান করা প্রয়োজন সে বিষয়ে আমরা বলেছি। সার্চ কমিটি গঠনে আমরা কোনো নাম প্রস্তাব করিনি। তবে ক্যাটাগরি বলেছি।’

বেলা ৩টা ৫০ মিনিটে ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠকে বসে। প্রায় পৌনে এক ঘন্টার বৈঠক করেন তারা।

বৈঠকে গণফোরামের পক্ষ থেকে ৯ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়।

প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য তোবারক হোসেন, জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্ল্যা, সগীর আনোয়ার, মোশতাক আহমেদ, অধ্যাপক বিলকিস বানু, মহিউদ্দিন কাদের, মফিজুল ইসলাম খান কামাল, এস এম আলতাফ হোসেন, শান্তিপদ ঘোষ, নৃপেন ঘোষ।


সর্বশেষ খবর