সব

সাংবাদিক আশরাফ হোসেন ডালীর বড় মা ইন্তেকাল করেছেন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 9th January 2017at 11:35 am
41 Views

37স্টাফ রিপোর্টারঃ দৈনিক আমারবাংলা২৪.কম.বিডি ও সাপ্তাহিক শেষ সংবাদ পত্রিকার সম্পাদক ও তুরাগ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন (ডালী) বড় মা ও মরহু আব্দুল মান্নান কন্টেক্টারের বড় বউ মোছাঃ জহুরা বেগম সোমবার সকাল ৭টায় তুরাগ থানা কামারপাড়া ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটালে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওইন্নালিল্লাহে রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর ।

তিনি, পুত্র ও মেয়েসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনাগ্রাহি রেখে গেছেন। সোমবার দুপুর ২টায় মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন মি.ডালী ।

মো আশরাফ হোসেন (ডালী) বড় মার মৃত্যুতে তুরাগ প্রেসক্লাব সভাপতি মোঃ আবু তাহেরসহ  কার্যনির্বাহি কমিটির সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

তুরাগ প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 


সর্বশেষ খবর