ইসি পুনর্গঠনের প্রস্তাব চূড়ান্ত করেছে আওয়ামী লীগ
স্টাফ রিপোর্টারঃ সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাব চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল রবিবার সন্ধ্যায় গণভবনে ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ ইস্যুতে অনুষ্ঠিত দলের প্রস্তুতিমূলক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক সূত্র এ তথ্য জানিয়েছে। সন্ধ্যায় শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত সোয়া নয়টায়।
জানা গেছে, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের ১০ সদস্যের প্রতিনিধি নির্বাচন কমিশন পুনর্গঠন করতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে সংলাপে অংশ নিবেন।
আগামী ১১ জানুয়ারি বিকালে বঙ্গভবনের দরবার হলে এই সংলাপ হবে। ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের নামের তালিকা আজ সোমবার বঙ্গভবনে পাঠাবে দলটি। প্রতিনিধি দলে – দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থাকবেন
জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে কী কী প্রস্তাবনা দেওয়া হবে, তার একটি খসড়াও তৈরি করা হয়েছে গণভবনের বৈঠকে। এক্ষেত্রে সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুসরণ করা হয়েছে।
খসড়া প্রস্তাবনা তৈরির দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচটি ইমাম, ব্যারিস্টার শফিক আহমেদ, ড. মহিউদ্দীন খান আলমগীর, রশিদুল আলম, মো. জমির, অ্যাডভোকেট মো. আবদুল বাসেত মজুমদার, প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও আইনবিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু।