সব

বিএনপির আর কোনো অস্তিত্ব নেই্: এরশাদ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 9th January 2017at 4:24 pm
64 Views

2স্টাফ রিপোর্টারঃ বিএনপির আর কোনো অস্তিত্ব নেই্ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদ। তিনি বলেন, বিএনপি কোনো দল নয়। তাই তারা কি বললো তাতে কিছু যায় আসে না।

আজ সোমবার রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এরশাদ এ মন্তব্য করেন।

এমপি লিটন খুনের ঘটনা উদ্বেগ প্রকাশ করে এরশাদ বলেন, সরকার মানুষের উদ্বেগ দূর করতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, বিএনপির আমলে বিচারককে প্রভাবিত করে আমাকে শাস্তি দেয়া হয়েছে। আশা করি এখন আর তেমনটি হবে না। আইনকে তার গতিতে চলতে দেয়া হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি একক প্রার্থী দেবে। তাই এখন প্রার্থী নির্বাচন চলছে।

 

 


সর্বশেষ খবর