সব

মেসির শেষ মুহূর্তের গোলে বার্সার রক্ষা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 9th January 2017at 4:33 pm
FILED AS: খেলা
48 Views

5খেলা ডেস্কঃ আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির শেষ মুহূর্তের দুর্দান্ত ফ্রি-কিকের গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে কোনোরকম হার এড়ালো বার্সেলোনা। তারপরও ১-১ গোলের ড্রয়ে লা লিগার শিরোপা দৌড়ে আরেকটি ধাক্কাই খেল লুইস এনরিকের শিষ্যরা।

নতুন বছরের শুরুতে কোপা দেল রের ম্যাচে অ্যাথলেতিক বিলবাওয়ের কাছে ২-১ গোলে হারের (শেষ ষোলোর প্রথম লেগ) পর এবার লিগ ম্যাচে হোঁচট খেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বল দখলে আধিপত্য ধরে রাখলেও সবশেষ ছয়টি লিগ ম্যাচের মধ্যে পঞ্চমবারের মতো গোলশূন্য স্কোরলাইন নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা। অন্যদিকে, বিরতির পর ৪ মিনিটের মাথায় ভিয়ারিয়ালকে লিড এনে দেন ইতালিয়ান ফরোয়ার্ড নিকোলা স্যানসোন।

এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ করতে শুরু করে মেসি-নেইমার-সুয়ারেজ-ইনিয়েস্তারা। তবে বিশ্ব সেরা এসব তারকাদের সব প্রচেষ্টাই যেন ভেস্তে যায়। একটা পর্যায়ে তো হারের শঙ্কাই পেয়ে বসেছিল। বরাবরের মতোই ত্রাতায় ভূমিকায় হাজির মেসি। ৯০ মিনিটে ডি-বক্স প্রান্তে ফ্রি-কিক পায় সফরকারীরা। সেটি থেকে গোল আদায় করে বার্সাকে রক্ষা করেন মেসি।

এই ড্রয়ের পর বার্সেলোনার পয়েন্ট হলো ১৭ ম্যাচে ৩৫। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪০। আর দুইয়ে থাকা সেভিয়া ৩৬। ৩১ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ৩০।

 

 


সর্বশেষ খবর