চলতি সপ্তাহেই দুই ভাগ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় –
স্টাফ রিপোর্টারঃ চলতি সপ্তাহেই ভাগ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ‘জননিরাপত্তা’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’- এই দুই নামে ভাগ হচ্ছে এটি। জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম রবিবার বলেন, প্রস্তাবটি সকল প্রক্রিয়া শেষে এখন রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
রাষ্ট্রপতির অনুমোদন হয়ে এলে এ সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি হবে। জননিরাপত্তা বিভাগের অধীনে থাকবে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিআরসি)।
অন্যদিকে, সুরক্ষা সেবা বিভাগের অধীনে থাকছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে বিভাগ দুটির কার্যবণ্ঠন ও ৫৫২ বিশিষ্ট জনবল কাঠামোও অনুমোদন করা হয়েছে।
গত বছরের ১০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় এই জনবল ও সাংগঠনিক কাঠামো অনুমোদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করার পর আরও একজন সচিব নিয়োগ দেয়া যাবে।
ইতোপূর্বে শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করে উচ্চ শিক্ষা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা এই দুটি বিভাগে ভাগ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগকেও দুই ভাগে ভাগ করার সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ভাগ করার বিষয়টি এখনো প্রস্তাব আকারে তার দপ্তরে আসেনি।
এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে আলাদা করে গঠন করা হয় পরিকল্পনা মন্ত্রণালয়। আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় ভেঙে আইন বিচার এবং সংসদ লেজিসলেটিভ বিভাগ করা হয়। খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয় আলাদা করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোজাম্মেল হক খান বলছেন, প্রতিটি মন্ত্রণালয় বা বিভাগে এখন কাজের পরিধি বেড়েছে। দ্রুততার সঙ্গে কাজ নিষ্পন্ন করা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে ছোট ছোট ভাগে কাজকর্ম ভাগ করা হচ্ছে। এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। আরো কোনো মন্ত্রণালয় ভাগ করা হবে কী না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে নতুন কোনো নির্দেশনা তার কাছে নেই।