কুমিল্লায় লালমাই নামে নতুন উপজেলা
স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা জেলায় লালমাই নামে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এটি হবে দেশের ৪৯১তম উপজেলা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী এই কমিটির আহ্বায়ক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরো বলেন, পাইপলাইনে গ্যাস সঞ্চালনের জন্য গাজীপুরের শ্রীপুর উপজেলা এবং জয়দেবপুর থানা এলাকার বন বিভাগের ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা।