ওয়ানডেতে আবারো শীর্ষে সাকিব
খেলা ডেস্কঃ অবশেষে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন সাকিব আল হাসান। ওয়ানডেতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ফিরে পেলেন বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেটার। তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে এখনও দ্বিতীয় স্থানেই রয়েছেন সাকিব।
ওয়ানডেতে এই বিভাগে সবার ওপরে সাকিবকে জায়গা দিতে দুইয়ে নেমে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সাকিবের নামের পাশে জমা আছে ৩৭৭ রেটিং। আর দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথিউসের সংগ্রহ ৩৩৫ রেটিং। আফগানিস্তানের মোহাম্মদ নবী ৩৩২ রেটিং নিয়ে তালিকার তৃতীয় স্থানে।
টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের ঢাকা ডায়নামাইটসের হয়ে শিরোপাজয়ী সাকিবের অর্জন ৩৪৬ রেটিং। শীর্ষস্থানটা আগলে রেখেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান তারকার সঞ্চয় ৩৮৮।
৪০৫ রেটিং নিয়ে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে সাকিব। এক্ষেত্রে সবার ওপরে অবস্থান করছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় এই স্পিনারের পুঁজি ৪৮২।