সব

নিয়ন্ত্রণে বনানীর বহুতল ভবনের আগুন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 9th January 2017at 7:07 pm
47 Views

13স্টাফ রিপোর্টারঃ রাজধানীর বনানীর একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার বিকাল ৩টা ৪৫মিনিটে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আর আগে দুপুর ২টা ৪০ মিনিটে বনানীর ১৭ নম্বর সড়কের ২১ নম্বর বাড়ির ভবনটিতে আগুন লাগে। ভবনটিতে অনলাইন সংবাদমাধ্যম পরিবর্তন ডটকম, দৈনিক খোলাকাগজ এবং নীলসাগর গ্রুপের কার্যালয় অবস্থিত। পরিবর্তন ডটকমের সিনিয়র সহ-সম্পাদক নাজিম উদ্দৌলা জানান, ১৯ তলা ভবনটির নীচতলায় আগুনের সূত্রপাত হয়। পরে দোতলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে।

নাজিম বলেন, পরিবর্তন কার্যালয় ভবনটির ১৮ তলায় অবস্থিত। সেখানে অনেক সাংবাদিক আটকা পড়েছেন। ভবনটির অন্য তলাগুলোতেও অনেক লোক ছিল বলেও জানান তিনি।


সর্বশেষ খবর