সব

জেল হয়ে যেতে পারে সালমান খানের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 9th January 2017at 8:48 pm
29 Views

15বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সালমান খান। সিনেমার শুটিংসহ নানা অনুষ্ঠান নিয়ে বর্তমানে ব্যস্ত সময় কাটছে এ অভিনেতার। এর মাঝে বড় খবর সালমানের বেআইনি অস্ত্র মামলার রায় ঘোষণার তারিখ খুব নিকটে ।

সালমানের মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১৮ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। সোমবার উভর পক্ষের যুক্তি তর্ক শেষে যোধপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ দিন ধার্য করেন।

এর আগে গত বছর ৯ ডিসেম্বর থেকে এ মামলার যুক্তি তর্ক উপস্থাপন শুরু হয়। এছাড়া ম্যাজিস্ট্রেট দলপাত সিং রাজপুরোহিত ১৮ জানুয়ারি সালমানকে আদালতে হাজির থাকারও আদেশ দিয়েছেন।

জানাযায়, ১৯৯৮ সালের অক্টোবরে রাজস্থানের যোধপুরের কঙ্কনি গ্রামে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া বেআইনি অস্ত্র ব্যবহার করে বিরল কৃষ্ণসার হরিণ হত্যা এবং অস্ত্র রাখার দায়ে সালমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। অস্ত্র মামলার ২৫ ও ২৭ ধারায় বন বিভাগের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। দোষী প্রমাণিত হলে সাত বছরের কারাদণ্ড হতে পারে সালমানের।

 

 


সর্বশেষ খবর