সব

দেশের অগ্রযাত্রায় আমাদের সকলকে অবদান রাখতে হবেঃ অর্থমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 10th January 2017at 3:41 pm
36 Views

7মোঃ মামুনুররশীদঃ উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ স্লোগানকে কেন্দ্র করে সিলেটে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ‘উন্নয়ন মেলা ২০১৭’। মেলাটির উদ্বোধন করেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে বিকেল ৩টা ৪২ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশের অনেক অর্জন এবং সাফল্য অর্জিত হয়েছে। এই সাফল্য নিয়ে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের অগ্রযাত্রায় আমাদের সকলকে অবদান রাখতে হবে। মেলা উপলক্ষ্যে সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের নেতৃত্বে সিলেট জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেটের রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামের মেলা প্রাঙ্গণে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায়বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন,বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা পিএসসি,সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমুখ।


সর্বশেষ খবর