সব

সন্তানদের অনুষ্ঠানে আমির খান-অভিষেক-ঐশ্বরিয়া

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 10th January 2017at 10:19 pm
41 Views

26বিনোদন ডেস্কঃ আরাধ্য ও আজাদের দিকে একটু বেশিই ফোকাস ছিল সবার । করণটা হচ্ছে তারা বলিউড সুপার স্টারদের জুনিয়র। অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্য এবং আমির খান-কিরণ রাওয়ের ছেলে আজাদ। এবার আরাধ্য ও আজাদ একসঙ্গে নাচলেন।

সম্প্রতি  ধীরু ভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান তার কোমর দোলায় । এই স্কুলেই পড়ছেন আরাধ্য ও আজাদ।

অনুষ্ঠানে স্কুলের অন্যান্য ছেলেমেয়েদের সঙ্গে আশীর্বাদ সিনেমার ‘রেল গাড়ি’ গানের তালে মঞ্চে পারফর্ম করেন তারকা সন্তানরা। দুজনই বেশ ভালো পারফর্ম করেছেন। এসময় দর্শক সাড়িতে বসে ছিলেন আমির, ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন। সন্তানদের পারফরম্যান্স নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন আমির-ঐশ্বরিয়া। দর্শক সারিতে বসে হাত তালি দিয়েছেন, ছবি ও ভিডিও করেছেন এ তিন তারকা।

 


সর্বশেষ খবর