আফগান পার্লামেন্টে বোমা হামলায় নিহত ৩১, আহত ৪৫
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির পার্লামেন্ট চত্বরে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫ জন। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এর।
পার্লামেন্টের কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, দুজন আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পার্লামেন্টের কাছে রাস্তার ওপর প্রশাসনিক কর্মকর্তাদের বহনকারী একটি ভ্যানকে লক্ষ্য করে তারা এ হামলা চালায়।
কাবুল হাসপাতালের প্রধান সেলিম রাসোলির বরাত দিয়ে জানা যায়, এ বোমা হামলায় ৩১ জন নিহত হয়েছেন এবং সেই সঙ্গে আহত হয়েছেন ৪৫ জন। কাবুল জেলা পুলিশের প্রধান আহমদ ওয়ালি জানান, যখন পুলিশ এসে হামলার শিকার মানুষদের উদ্ধারে সাহায্য করছিল, ঠিক তখনই একটি গাড়ি থেকে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে।
উল্লেখ্য একই দিন কাবুলে আমেরিকান ইউনিভার্সিটিতে জঙ্গিদের গাড়িবোমা হামলায় ২১ জন নিহত হয়। এ হামলার জন্য জঙ্গিগোষ্ঠী তালেবানকে দায়ী করা হচ্ছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তালেবানরা আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার সদস্যদের টার্গেট করেছিল।