সব

যেভাবে হত্যা করা হল ইব্রাহিম পাশাকে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 11th January 2017at 3:40 pm
45 Views

33বিনোদন ডেস্কঃ আলোচিত সিরিয়াল সুলতান সুলেমান। বিদেশি এই সিরিয়ালটি বাংলায় ডাবিং করে প্রচার হওয়ার পর থেকে একইসঙ্গে আলোচনা এবং সমালোচনা দুটোই কুড়িয়েছে টিভি চ্যানেল দীপ্ত।

সিরিয়ালের অন্যতম বিশেষ চরিত্র ইব্রাহিম পাশা।যিনি অটোমান সাম্রাজ্যের উজির হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইতিহাসে। ডাবিংকৃত এই ধারাবাহিকের গত পর্বে মৃত্যু হয় ইব্রাহিম পাশার।

সুলতানের নির্দেশেই তাকে মেরে ফেলা হয়। বিষন্ন সুলতান । হয়তো পাশার মৃত্যুর জন্য মন খারাপে! তার নির্দেশে গভীর রাতে মুখে কাল কাপড় বাঁধা গুপ্তঘাতকরা ইব্রাহিম পাশার কক্ষে প্রবেশ করলেন।

ঘুমন্ত পাশা জেগে উঠে দেখেন, ঘাতকরা তার চারপাশ দিয়ে ঘিরে রেখেছেন। শ্বাসরুদ্ধ করে তাকে মেরে ফেলার চেষ্টা করছেন ঘাতক বাহিনী।

উল্লেখ্য, তুরস্কে নির্মিত এই ধারাবাহিকের চতুর্থ সিজনের প্রচার শুরু হয়েছে ১ জানুয়ারি থেকে। সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার প্রচারিত হয় ধারাবাহিকটি।

 

 


সর্বশেষ খবর