দিনে হকার বসতে পারবে না গুলিস্তানে: সাঈদ খোকন
স্টাফ রিপোর্টারঃ কর্মদিবসে রাজধানীর গুলিস্তান ও এর আশপাশের এলাকার ফুটপাতে দিনের বেলায় কোন হকার বসতে পারবে না। আগামী রবিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বুধবার (জানুয়ারি ১১) দুপুরে নগরভবনে হকার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এ কথা জানান।
দিনের বেলা বসতে না পারলেও সন্ধ্যা সাড়ে ছয়টার পর হকাররা গুলিস্তান এলাকায় বসতে পারবেন বলে জানিয়েছেন মেয়র।
এছাড়া তালিকাভুক্ত হকাররা যদি আবেদন করেন তাহলে তাদের বিদেশ পাঠানোসহ বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন মেয়র।