সব

“পীরের হাতে টাকা দিয়ে জান্নাত লাভ সম্ভব নয়” পীরজাদা জবিহহুল্লাহ সিদ্দিকী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 11th January 2017at 11:26 pm
89 Views

37ঝিনাইদহ প্রতিনিধিঃ ফুরফুরা শরিফের পীর এ কামেল আল্লামা হযরত মাওলানা বাকী বিল্লাহ্ধসঢ়, সিদ্দিকী (রহঃ) এঁর একমাত্র সাহেবজাদা ও মাদারজাত ওলী হযরত ন’হুজুর পীর কেবলা (রহঃ) এঁর পৌত্র মাওলানা মোহাঃ আল্লামা জবিহহুল্লাহ সিদ্দিকী (মাদ্দাঃ) বলেছেন, পীরের হাতে টাকা দিয়ে জান্নাত লাভ সম্ভব নয়। তাই আল্লাহ ও রাসুল পাক (সাঃ) কে পাইতে হলে সহি আকিদা তৈরী করতে হবে।

কারণ আমলে নাজাত হবে না, হবে আকিদায়। তিনি আরো বলেন, টাকা দিয়ে দুনিয়াবি অনেক কিছুই কেনা যাবে। কিন্তু আল্লাহ পাককে কেনা যাবে না। জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক পীরজাদা জবিহহুল্লাহ সিদ্দিকী গতকাল ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া সায়াদাতিয়া খানকাহ শরীফে এক সয়াব রেসানি ও দোয়ার মাহফিলে এ সব কথা বলেন। মাওলানা হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে পীরজাদার একমাত্র ভগ্নিপতি সৈয়দ শাফাকাত হুসেন, ভাগিনা সৈয়দ হাম্মাদ হুসেন, মাওলানা আব্দুল ওহাব, হাফেজ আল মাহদী বক্তব্য রাখেন। পীরজাদা দাদা হুজুর কেবলার সিলসিলা ভুক্ত মুরিদ মুতাকেদিনদের উদ্দেশ্যে বলেন, ইবাদত জাহির করা জিনিস নয়। জুব্বা, দাড়ি ও টুপি কেবল আল্লাহ পাকের সন্তষ্টির জন্য। লোক দেখানের জন্য সুন্নতি বেশ ধারণ করলে এ গুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তিনি বলেন, হাত মুরিদ হয় না, পাগড়ি মুরিদ হয় না, মুরিদ হয় অন্তর। তাই তাছওয়াফ করতে হবে রুহানী খোরাকের জন্য। আর তাকওয়া ও খেদমতের মাধ্যমে এটা অর্জন করা সম্ভব। তিনি বলেন, কোন পীর বা পীরের ছেলে কবরের হিসাব দিবেন না। নিজের আমল আপনাকে রক্ষা করবে। পাঁচ ওয়াক্ত নামাজ ও পিতামাতাকে খেদমত করলে জান্নাত লাভ সহজ হবে।

তিনি বলেন, পৃথিবীতে আল্লাহর কোন নবী আর আসবেন না। কিন্তু আল্লাহর ওলী আর হবেনা এমন কথা কোরআন পাক বা হাদিস পাকের কোথাও লেখা নেই। মেহনত করলে আপনি আমি যে কেও ওলী হতে পারেন। এর আগে সকালে পীরজাদাকে বেনাপোল সীমান্ত থেকে আজিমুশ্বান ইস্তেকবালের সাথে বিশাল মটর শোভা যাত্রাসহকারে ঝিনাইদহে আনা হয়।


সর্বশেষ খবর