সব

দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যয়ী হতে হবেঃ বিভাগীয় কমিশনার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 12th January 2017at 11:52 am
32 Views

13মামুনুররশীদঃ সিলেটের বিভাগীয় কমিশনার মো: জামাল উদ্দিন আহমেদ বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের মাঝে বাংলাদেশ চমক দেখিয়েছে।দেশের বৃহত্তর জনগোষ্ঠী তথা নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যয়ী হতে হবে। দেশপ্রেমের চেতনা ধারণ করে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান।

বুধবার রিকাবীবাজারস্থ মুহাম্মদ আলী জিমনেশিয়াম হলে জেলা প্রশাসন সিলেট এর উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৭ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা প্রশাসন সিলেট আয়োজিত দিনব্যাপী উন্নয়ন মেলা সিলেটের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্টিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো: শহীদুল ইসলাম চৌধুরী এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ এর ডিআইজি মো: কামরুল আহসান বিপিএম ,সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো: গোলাম কিবরিয়া, সিলেট অঞ্চলের কর কমিশনার সৈয়দ আবু দাউদ ।

পুরস্কার বিতরনী অনুষ্টান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবজিৎ সিনহা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস আলম, এনডিসি মোহাম্মদ শাহিদুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ খবর