ইজতেমা ময়দানে একজনের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা এক মুসল্লি হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার নাম মোঃ ফজলুল হক (৬০)।
বৃহস্পতিবার তিনি মারা যান। ফজলুল হক ময়মনসিংহের নান্দাইল উপজেলার মারুয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
ইজতেমার মুরুব্বি মাওলানা মোঃ গিয়াস উদ্দিন জানান, ইজতেমা মাঠের ১০নং খিত্তায় অবস্থানকারী ঐ মুসল্লি সকালে পানি আনতে খিত্তার বাইরে যান। পানি নিয়ে খিত্তায় ফিরে তিনি অসুস্থবোধ করেন। তাকে টঙ্গী সরকারী হাসপাতালে নেয়ার পথে মারা যান। বাদ জোহর ইজতেমা ময়দানে তার জানাজার নামাজ শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
শুক্রবার থেকে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে। এতে দেশের ১৬টি জেলার মুসল্লিরা যোগ দেবেন।