বিরল রেকর্ডের মালিক হলেন মিরাজ
খেলা ডেস্কঃ টাইগার সদস্য মিরাজ ঝলক দেখেছে পুরো বিশ্ব। এবার নিউজিল্যান্ড সফরে নতুন আরেক রেকর্ড গড়েছেন তিনি।
কিউইদের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই স্পিন অ্যাটাক দিয়ে রেকর্ড বইয়ে উঠলেন মিরাজ। কিউইদের মাটিতে দলের প্রথম ইনিংসে প্রথম ওভারেই স্পিন এটাই প্রথম!
ইতিহাস বলছে এর আগে স্পিন দিয়ে শুরু হয়েছিল মাত্র ৩ বার। তবে সেগুলো ছিল দু’বার তৃতীয় ইনিংসে ও একবার চতুর্থ ইনিংসে।
১৯৫১ সালে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় ইনিংসে প্রথম ওভার করেছিলেন অনিয়মিত বোলার কম্পটন। ৪৪ বছর পর, অকল্যান্ডে প্রোটিয়া স্পিনার ক্লাইভ এক্সটিন করেছিলেন প্রথম ওভার। তবে তা ছিল চতুর্থ ইনিংসে। মিরাজের আগে হ্যামিল্টনে ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের তৃতীয় ইনিংসে প্রথম ওভারটি করেছিলেন সেই সময়ের তরুণ ড্যানিয়েল ভেটোরি।