সব

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহজ ম্যাচ হাতছাড়া হলো বাংলাদেশের –

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 14th January 2017at 6:51 pm
FILED AS: খেলা
43 Views

28খেলা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের কাছে জেতা ম্যাচ হেরে গেল বাংলাদেশের নারীরা। দক্ষিণ আফ্রিকার দেয়া ২২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২০৬ রান করে স্বাগতিকরা।

এতে ১৭ রানের পরাজয় মেনে নিতে হল রুমানা বাহিনীকে।

শনিবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকার নারীরা।

৪৯ ওভারে ২২৩ রানে অলআউট হয় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন লিজলে লি। এছাড়া আন্ড্রে স্টেইন ৬৬ এবং ভেন নেইকার্ক ২৭ রান করেন।

বাংলাদেশের হয়ে খাদিজাতুল কুবরা ৪টি এবং পান্না ঘোষ, জাহানারা আলম, নাহিদা আখতার ও লতা মণ্ডল প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন।

২২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে রুমানা আহমেদ এবং শারমিন আখতার ১২৭ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান।

৪৬ বলে ৫৪ রান প্রয়োজন। তখনও হাতে ছিল ৭ উইকেট। কিন্তু রুমানা ৬৮ এবং শারমিন ৭৪ রানে আউট হলে জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের।

শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৬ রান করে বাংলাদেশের মেয়েরা।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০তে এগিয়ে গেল প্রোটিয়া নারী ক্রিকেট দল।

 

 


সর্বশেষ খবর