সিরাজগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ২ আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা –
জেলা ডেস্কঃ সিরাজগঞ্জে কোমল পানীয়ের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে এগার বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
আজ সকালে ওই শিশুটির অবস্থার অবনতি হওয়ায় পর বিষয়টি জানাজানি হলে সংবাদ পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ শাহাদত হোসেন ও ১৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন পলাতক রয়েছেন।
নির্যাতিত শিশুটির ফুফু দুলালী খাতুন জানান, আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন ও তার শিষ্য যুবলীগ নেতা রুবেল প্রতিরাতে জোরপূর্বক তাদের বাড়িতে গিয়ে ইয়াবা সেবন করত। বাঁধা দিলে তাদেরকে গ্রামছাড়া করা হবে বলে হুমকি দিত।
এ অবস্থায় গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে শাহাদত ও রুবেল তাদের বাড়িতে ইয়াবা সেবন করতে যায়। সেবনের এক পর্যায় শিশু কন্যা রুকুকে স্পিরিটের সাথে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানোর পর শাহাদত হোসেন জোরপূর্বক তাকে ধর্ষেণের চেষ্টা করে।
১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রানা শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টাকারীর শাস্তি দাবি জানিয়ে বলেন, প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ নেতা শাহাদত এলাকায় ক্রাইমের রাজত্ব সৃষ্টি করেছে। সে এলাকায় মাদকসহ সকল অপকর্ম নিয়ন্ত্রণ করছে। এলাকাবাসী তার অত্যাচারে অতিষ্ঠ হলেও ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না।
সদর থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম জানান, শিশুটি ও তার দাদীকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে শাহাদত ও রুবেল ধর্ষণের চেষ্ট করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত দুই জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।