সব

বাংলাদেশের শিক্ষাখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে-ঠাকুরগাঁওয়ে রমেশ চন্দ্র সেন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 15th January 2017at 9:44 pm
40 Views

8এস. এম. মনিরুজ্জামান মিলনঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, বাংলাদেশের শিক্ষাখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নতি ধারা অব্যাহত রেখে আরও উন্নয়ন করতে হবে। এখন শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাই বর্তমান সরকারের সামনে চ্যালেঞ্জ। এজন্য আমরা কাজ করে যাচ্ছি।

রবিবার (১৫ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ এই প্রবীণ নেতা।

জেলা শিক্ষা অফিসার শাহীন আকতারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপিত পরেশ চন্দ্র সেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য নজরুল ইসলাম স্বপন, রুহিয়া থানার ওসি খান মো. শাহরিয়ার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ আরও অনেকে।


সর্বশেষ খবর