সব

এই প্রথম অতিরিক্ত পুলিশ সুপারের কোটচাঁদপুর সার্কেলে যোগদান !

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 15th January 2017at 9:50 pm
43 Views

9ঝিনাইদহ প্রতিনিধিঃ কক্সবাজারের এএসপি রেজাউল করিম পদোন্নতি পেয়ে শনিবার ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলে (কোটচাঁদপুর-মহেশপুর) অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন। তিনিই কোটচাঁদপুর সার্কেলের প্রথম অতিরিক্ত পুলিশ সুপার।

রবিবার সকাল ১০টায় অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম তার অফিস কক্ষে কোটচাঁদপুরের স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে কোটচাঁদপুরের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এ সময় তিনি সন্ত্রাস ও মাদক মুক্ত করতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

সাংবাদিকরা সহযোগীতার আশ্বাস দেন। বর্তমান কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম এর আগে তিনি ২০১১ সালে ২৯তম বিসিএসের মাধ্যমে এএসপি হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরবর্তীতে এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, এভিয়েশন সিকিউরিটি, কক্সবাজার সদর মডেল থানার দায়িত্ব পালনের পর অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পান। পেশাগত কারনে তিনি ভারত থেকে ক্রাইমসিন ম্যানেজমেণ্ট-এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।


সর্বশেষ খবর