পাবলিক বাসে করে কক্সবাজার থেকে ঢাকার পথে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
আমারবাংলা ডেস্কঃ শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার উপদেশ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘শিক্ষার জন্য সমাবেশ’ শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসানই।
আজ রবিবার সকাল সাড়ে ৯টায় কক্সবাজারে পৌঁছেন তিনি। দুপুর ২টায় কক্সবাজার জেলার শহীদ দৌলত ময়দানে এই সমাবেশ শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন । এসময় ডিমলেন্ড পরিবহন পাবলিক বাসে করে কক্সবাজার থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ।
জানাযায়, বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘শিক্ষার জন্য সমাবেশ’ এ যোগ দিতে কক্সবাজার যান ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসানই। রবিবার সকাল সাড়ে ৯টায় কক্সবাজারে পৌঁছেন তিনি। দুপুর ২টায় কক্সবাজার জেলার শহীদ দৌলত ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয় । এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, রাজীব আহমেদ রাসেল, নাজমুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক লালন, দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ-দফতর সম্পাদক আমিনুল ইসলাম জয়। সমাবেশে জাকির হোসাইনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাসেলের সঞ্চালনায় স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।