সব

বিজিএমইএ ইউনিভার্সিটিতে তিনদিন ব্যাপি ফটোগ্রাফি এক্সিভিশন শুরু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 16th January 2017at 1:08 pm
31 Views

12মোঃ মাহে আলম মুরাদঃ বিজিএমইএ ইউনিভার্সিটি, ঢাকাঃ বিজিএমইএ ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাবের তত্ত্বাবধানে তিনদিন ব্যাপী ‘ইন্ট্রা বিইউএফটি ফটোগ্রাফি এক্সিভিশন সেশন-০২’ এর আয়োজন করা হয়েছে।

আগামী ১৭,১৮ এবং ১৯ জানুয়ারী সকাল ১০ ঘটিকা থেকে সন্ধ্যা ০৬ ঘটিকা পর্যন্ত বিজিএমইএ ইউনিভার্সিটির কমনরুমে এক্সিবিশনটি চলবে।

বিইউএফটি ফটোগ্রাফি ক্লাব (বিপিসি) প্রেসিডেন্ট নাজমুল আলম  বাঁধন জানান,  ইতোমধ্যে বিজিএমইএ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের প্রতিভাবান তরুণ শিল্পীদের তোলা নানা ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। সংগৃহীত এসব ছবির মধ্যে অসাধারণ কিছু ফটোগ্রাফি নিয়েই আমাদের এই ফটো এক্সিবিশনটি সাজিয়েছি।

উল্লেখ্য, এক্সিবিশনটি বিজিএমইএ ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদের জন্যে উন্মুক্ত। এছাড়া ইউনিভার্সিটির বাইরের শিক্ষার্থী ও সাধারণ মানুষও এক্সিবিশনটি উপভোগ করতে পারবেন।


সর্বশেষ খবর