সব

সারে ৫ বছর পর সর্বোচ্চ লেনদেন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 16th January 2017at 5:05 pm
44 Views

20 স্টাফ রিপোর্টারঃ সাড়ে ৫ বছর পরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক লেনদেন ১৮শত কোটি টাকা স্পর্শ করেছে।

সোমবার (১৬ জানুয়ারি) এ লেনদেন হয়েছে। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ১ হাজার ৮৫৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ ২০১১ সালের ২৮ জুলাই ১৮শত কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছিল।

এদিকে টানা ৬ কার্যদিবস ধরে উত্থানে রয়েছে দেশের দুই শেয়ারবাজার। এ সময় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স ৩১৯.১৬ পয়েন্ট বেড়েছে।

গত ৯ জানুয়ারি থেকে শেয়ারবাজার টানা উত্থানে রয়েছে। যা সোমবারও (১৬ জানুয়ারি) অব্যাহত ছিল। এদিন ডিএসই’র সূচক বেড়েছে ৫৫.০৭ পয়েন্ট। এর মাধ্যমে সর্বশেষ ৬ কার্যদিবসে ৩১৯.১৬ পয়েন্ট বেড়েছে। এর আগে গত ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত টানা ১০ কার্যদিবস উত্থান হয়েছিল। ওই সময় ২৫৮ পয়েন্ট বেড়েছিল। তবে ৮ জানুয়ারি ২৩.৫৫ পয়েন্ট পতনের মাধ্যমে দর সংশোধন হয়।

ডিএসইতে ৩২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আর ১৭০টি কোম্পানির দর কমেছে এবং ১৯টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো’র শেয়ার। এদিন কোম্পানির ৯৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের ৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।

লেনদেনে এরপর রয়েছে-ন্যাশনাল ব্যাংক, ইফাদ অটোস, ইসলামি ব্যাংক, এক্সিম ব্যাংক, এ্যাপোলো ইস্পাত, সি অ্যান্ড এ টেক্সটাইল ও সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ১০৫.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০২০৭.৩৫ পয়েন্টে। এদিন সিএসইতে ১০৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৭১টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৩৬টি’র, কমেছে ১২০টি’র এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টি’র।

 


সর্বশেষ খবর