সব

সিলেটে ফুলতলী (রহ) এরমাহফিলে তবারক সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 16th January 2017at 9:03 pm
50 Views

17মাৃুনুররশীদঃ সিলেটের জকিগঞ্জ উপজেলায় ইসলামী ব্যক্তিত্ব ফুলতলী (রহ) এর  ইসালে সওয়াব মাহফিলে তবারক সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। উপমহাদেশের আলোচিত ইসলামী ব্যক্তিত্ব আল্লামা ফুলতলী (র.) এর ৯ম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে জকিগঞ্জের সাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে সকাল সাড়ে ১০টা থেকে ঈসালে সওয়াব মাহফিল শুরু হয়।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা  বলেন, ‘জকিগঞ্জ উপজেলার ফুলতলী বালাই হাওড়ে ইসালে সওয়াব মাহফিলে রবিবার প্রায় ৫ লাখ মানুষের সমাগম ঘটে। তবারক সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ঘটনাস্থলে দুই জন নিহত হন। আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।


সর্বশেষ খবর