সব

ঝিনাইদহে এবার মাদ্রাসা ছাত্র নিখোঁজ !

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 16th January 2017at 9:09 pm
43 Views

19ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে আহম্মসদ আলী সজল (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার দুপুরের দিকে শহরের ব্যাপারীপাড়া মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসা থেকে সজল নিখোঁজ হয়। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছেন, সজল পড়তে পড়তে কখন বাইরে চলে গেছে। সজল ওই মাদ্রাসার পঞ্চম শ্রেনীর ছাত্র এবং চার পারা কোরআনের হাফেজ। সজলের বাবা ঝিনাইদহ শহরের মুন্সি মার্কেটের শহিদুল টেইলার্সের মালিক। তিনি জানান, মাদ্রাসা থেকে ফোন করে তার ছেলেকে পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়। সেই থেকে সজলকে বিভিন্ন স্থানে খোজা হচ্ছে বলেও জানান শহিদুল ইসলাম। কেও সন্ধান পেলে ০১৭১৬৯৭৯৬৬৯ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।


সর্বশেষ খবর