চার্চে ট্রাম্প পরিবারের প্রার্থনা, শপথের আনুষ্ঠানিকতা শুরু –
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিবারের সদস্যসহ সেন্ট জন’স চার্চে গিয়ে প্রার্থনায় অংশ নেন।
এ সময় হবু ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং তার পরিবারের সদস্যরাও প্রার্থনায় অংশ নেন।
সেখান থেকে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা সকাল সাড়ে ৯টার দিকে হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে এক আনুষ্ঠানিক চা পানের জন্য হোয়াইট হাইসে আমন্ত্রণ জানাবেন।
এরপর বেলা সাড়ে ১০টার দিকে এই দুই দম্পতি মোটরবহরে করে ক্যাপিটল হিলে শপথের অনুষ্ঠান ঘুরে দেখবেন।
আর স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) ট্রাম্প বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন মাইক পেন্স।
কোনো ধরনের রাজনৈতিক ও সামরিক অভিজ্ঞতাবিহীন ট্রাম্প বিশ্বের একক পরাশক্তি যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিতে যাচ্ছেন।
ক্ষমতা গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পর্কে ট্রাম্প জানিয়েছেন, তার অভিষেক অনুষ্ঠান জনসমাবেশ ও জাঁকজমকের দিক দিয়ে আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।
তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলছে, তাদের হিসাব অনুযায়ী ট্রাম্পের অভিষেকে অংশ নেবে এমন মানুষের সংখ্যা ৯ লাখ হবে, যা ওবামার ২০০৯ সালের অভিষেকে অংশগ্রহণকারীদের অর্ধেক।
এদিকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের বাইরে বিপুলসংখ্যক মানুষ তার ক্ষমতা গ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করছে। শুধু ওয়াশিংটনে নয়, যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও বিক্ষোভ হচ্ছে।
ক্যাপিটল হিলের বাইরে প্রতিবাদকারীর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে ডেমোক্রেটিক দলের অন্তত ৬০ জন কংগ্রেসম্যান ট্রাম্পের শপথ অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছেন।
ট্রাম্পের শপথ অনুষ্ঠান ঘিরে ওয়াশিংটনে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অভিষেক অনুষ্ঠান ঘিরে ১০০ মিলিয়ন ডলার (৮০০ কোটি টাকা) ব্যয় হবে মার্কিন গণমাধ্যমে জানানো হয়েছে।
ব্যয়ের ৭ কোটি ডলার আসবে বিভিন্ন কর্পোরেট এবং ব্যক্তিগত অনুদান থেকে। বাকি অর্থ ব্যয় হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। মূল শপথ অনুষ্ঠানে ব্যয় হবে মাত্র ১ কোটি ডলার।
বাকি ৯ কোটি ডলারই নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যয় হবে বলে জানায় ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর কমিটি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের পশ্চিম প্রান্তে হবে জমকালো এ শপথ অনুষ্ঠান। অনুষ্ঠানস্থলের আশপাশের প্রায় ২ দশমিক ৭ বর্গমাইল এলাকায় রাস্তা ব্যারিকেড দিয়ে ব্লক করে রাখা হয়েছে।