ট্রাম্পের শপথ অনুষ্ঠানের খরচ ১০ কোটি ডলার
আন্তর্জাতিক ডেস্কঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্যেযুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই অভিষেক অনুষ্ঠানে খরচ করা হয়েছে ১০ কোটি ডলারের বেশি।
স্থানীয় সময় আজ শুক্রবার বেলা ১১টায় কংগ্রেস ভবনের ক্যাপিটল হিলে শপথ নেবেন ট্রাম্প।
অভিষেক অনুষ্ঠান ঘিরে গোটা ওয়াশিংটনজুড়ে ২৮ হাজার নিরাপত্তাকর্মী কাজ করছেন। সকাল ৬টা থেকেই তাঁরা ওই এলাকায় নিরাপত্তা দিচ্ছেন।
ওয়াশিংটনের হাজার হাজার মানুষ অংশ নিয়েছে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে। তবে অনুষ্ঠানে প্রবেশকারীদের ছয়টি পয়েন্টে তল্লাশি করা হয়েছে।
এদিকে, অভিষেক অনুষ্ঠানের চারপাশে ট্রাম্পের পক্ষের ও বিপক্ষের শতাধিক সংগঠন বিক্ষোভ শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী জেহ জনসন বলেছেন, ‘নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই।’
নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হন ট্রাম্প। এরপরও গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিশ্বকে চমকে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান তিনি। আজ শপথ নিয়েছেন রিপাবলিকান এ প্রার্থী।