ওবামাকেয়ার বাতিলে ট্রাম্পের সই
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 21st January 2017at 2:31 pm
FILED AS: আন্তর্জাতিক
57 Views
আন্তর্জাতিক ডেস্কঃ শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওবামাকেয়ার বাতিলের নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার রাতে এ বিষয়ক নির্বাহী আদেশে সই করেন তিনি। নির্বাহী আদেশের লক্ষ্য দ্রুত দেশটির স্বাস্থ্য বীমা বাতিল করা।
হোয়াইট হাউজের চিফ অব স্টাফ রাইনস প্রিবাস সরকারি সংস্থা ও বিভাগগুলোকে ওবামাকেয়ার আইনগতভাবে বাতিল করতে স্মারক পাঠান।
আদেশে স্বাক্ষরের সময় হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিক ও ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা জেয়ার্ড কুশনার, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও স্টাফ সেক্রেটারি রব পর্টার উপস্থিত ছিলেন।
নির্বাচনী প্রচারের সময়ই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় গিয়ে তিনি ওবামাকেয়ার বাতিল করবেন।