ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
এস. এম. মনিরুজ্জামান মিলনঃ উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজ শনিবার (২১ জানুয়ারি) বেলা ৩ টায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যাবতীয় কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানসূচীর উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছাঃ হাছিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানসমূহে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ফারহাত আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মনতোষ কুমার দে, মো. আবু হোসেন, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান, জেলার সাবেক ক্রীড়া সম্পাদক ড. মো. মহী উদ্দীনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব কামনা করে সামনে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
বেলা ৫ টায় পুরষ্কার বিতরণের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল কার্যক্রম শেষ হয়।
উল্লেখ্য, হাজার হাজার নবীন-প্রবীন ছাত্র-শিক্ষক-অভিভাবক মিলিয়ে একরকম মিলনমেলায় পরিণত হয় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।