ট্রাম্প বিরোধী বিক্ষোভে ২০ লাখ নারী
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে দায়িত্ব গ্রহণের পর তোপের মুখে পড়েছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির লাখ লাখ নারী ট্রাম্প বিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছেন। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ নগরীগুলোতে এ বিক্ষোভ চলছে।
একই ধরনের ট্রাম্প বিক্ষোভ চলছে বিশ্বের দেশে দেশেও। যতই সময় গড়াচ্ছে বিক্ষোভকারী নারীদের সংখ্যা ততই বাড়ছে। যুক্তরাষ্ট্রের এই ধনকুবের প্রেসিডেন্টের কাছে তাদের বক্তব্য, জেনে নাও… নারীরাও মানুষ।
এ পর্যন্ত ৬০০টিরও বেশি বিক্ষোভ সমাবেশের খবর দিচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। যাতে অংশ নিয়েছে ২০ লাখেরও বেশি নারী। নারীর অধিকারের কথাটি তুলে ধরাই তাদের লক্ষ্য। বিক্ষোভকারীরা মনে করছেন, নতুন প্রেসিডেন্টের অধীনে নারী অধিকার আজ হুমকির মুখে।
ওদিকে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসের গোটা দিনটি প্রেসিডেন্ট ট্রাম্প কাটিয়েছেন সিআইএ সদরদফতরে। এসময় তিনি বলেছেন, গোয়েন্দা সংস্থাটির প্রতিটি সদস্যের সঙ্গে তিনি ১০০০% রয়েছেন।
সংবাদমাধ্যমগুলো এ সম্পর্কের বিষয়ে অসততার পরিচয় দিচ্ছে বলেই মত দেন ডোনাল্ড ট্রাম্প। বাইরের বিক্ষোভ নিয়ে অবশ্য তিনি একটি কথাও বলেন নি। ওদিকে বিক্ষোভকারীরা ঘোষণা দিয়েছেন, তারাই সংখ্যাগরিষ্ঠ।
সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশটি হয় ওয়াশিংটনে। এই সমাবেশে অন্তত ৫ লাখ নারী অংশ নেন। ধারনা করা হচ্ছে শুক্রবার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যত মানুষ অংশ নিয়েছিলো, বিক্ষোভকারীর সংখ্যা তার চেয়ে বেশি।