জনসমাগম নিয়ে মিথ্যাচার করছে গণমাধ্যম: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্কঃ দায়িত্ব নেবার পর প্রথম দিন অফিসে বসেই গণমাধ্যমকে এক হাত দেখে নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বললেন তার শপথ দেখতে আসা জনসমাগমের আকার নিয়ে মিথ্যাচার করছে গণমাধ্যম।
এজন্য তাদেরকে ধরা হবে এবং চড়া মূল্য দিতে হবে।
মি. ট্রাম্প বলেন, ২০শে জানুয়ারি ক্যাপিটল হিলে তার শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে দশ লাখেরও বেশী মানুষ এসেছিল।
এত মানুষ হয়েছিল যে তারা ওয়াশিংটন মনুমেন্ট পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, কিন্তু সরাসরি সম্প্রচারিত ভিডিওতে সংখ্যাটা এত বোঝা যায়নি।
তিনি সাংবাদিকদেরকে ‘পৃথিবীর সবচাইতে অসৎ মানুষ’ বলে অভিহিত করেন।
পরে হোয়াইট হাউজের মুখপাত্র সন স্পাইসার সাংবাদিকদের বলেন, মি. ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্মরণকালের সবচাইতে বেশী সংখ্যক মানুষ জড়ো হয়েছিল।
কিন্তু সেটাকে খুব ভুলভাবে উপস্থাপন করেছেন সাংবাদিকেরা।
মি. স্পাইসার আরো বলেন, হোয়াইট হাউজ এজন্য সংবাদমাধ্যমকে দায়ী করবে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হিসেবে এটাই প্রথম সংবাদ সম্মেলন ছিল সন স্পাইসারের।(সূত্র-বিবিসি)