কোহলির রেকর্ড ভাঙ্গলেন মোহাম্মদ শেহজাদ
খেলা ডেস্কঃ আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলির করা তিন হাফ-সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন আফগান হার্ডহিটার মোহাম্মদ শাহজাদ। আইসিসির সহযোগী সদস্য আটটি দেশ নিয়ে আয়োজিত ডেজার্ট টি-টোয়েন্টি চ্যালেঞ্জে তিনি চারটি অর্ধশতক হাঁকান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত ১৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনালে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে শিরোপা জেতে আফগানরা।
এর আগে গত বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত আইসিসি আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে সর্বোচ্চ তিনটি অর্ধ-শতক হাঁকিয়েছিলেন কোহলি।