সব

সংসদ অধিবেশন চলবে ৯ মার্চ পর্যন্ত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 22nd January 2017at 7:22 pm
41 Views

5স্টাফ রিপোর্টারঃ দশম জাতীয় সংসদের ১৪তম ও শীতকালীন অধিবেশন রোববার শুরু হয়েছে। বছরের এই প্রথম অধিবেশন চলবে ৯ মার্চ পর্যন্ত।

রোববার বিকাল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

সন্ধ্যা ৬টায় অধিবেশনে রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাষণ দেয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন।

এরপর রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হয়। এজন্য এই অধিবেশনের কার্যদিবস সাধারণত দীর্ঘ হয়ে থাকে।

অধিবেশন শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক হয়। বৈঠকে কমিটির সদস্য হিসেবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংসদ চলবে ৯ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় বৈঠক শুরু হবে। তবে স্পিকার প্রয়োজন মনে করলে অধিবেশনের মেয়াদ কমাতে বা বাড়াতে পারবেন। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর ৪৫ ঘণ্টা আলোচনা হবে।

অধিবেশনের শুরুতেই স্পিকার তার স্বাগত বক্তব্য দেয়ার পর পাঁচজন সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন। স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই পাঁচজন সংসদের বৈঠক পরিচালনা করবেন।

এরপর শোক প্রস্তাব আনা হয়। বর্তমান সংসদের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন, সাবেক মন্ত্রী মোস্তফা ফারুক, গণপরিষদ সদস্য আবুল হোসেন, আবদুল হাকিম ও জাফরুল হাসান ফরহাদসহ গত অধিবেশন শেষ হওয়ার পর এ পর্যন্ত মৃত বিশিষ্ট ব্যক্তিদের নামে শোক প্রস্তাব আনা হয়।

এরপর সংসদের রেওয়াজ অনুযায়ী সস্ত্রাসী হামলায় নিহত সংসদ সদস্য লিটনের নামে সংসদে শোক প্রস্তাব আনা হয়। শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদ কিছুক্ষণের জন্য মুলতবি রাখা হয়।

 


সর্বশেষ খবর