শাহজালালে ৩২৫ পিস মোবাইল ফোন জব্দ
স্টাফ রিপোর্টারঃ হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩২৫ পিস হ্যান্ডসেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
রোববার (২২ জানুয়ারি) চীন থেকে আসা মোহাম্মদ মাজহারুল ইসলাম নোমান নামে এক যাত্রীর কাছ থেকে এসব ফোন জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, বেলা ১১টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্স সিজেড-৩৯১ বিমানবন্দরে অবতরণ করে।
যাত্রী মাজহারুল কাস্টমস হলের ২ নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে কোনো ঘোষণা ও শুল্ককর পরিশোধ ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করেন।
পরে তার সঙ্গে থাকা দুটি ল্যাগেজ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় আইফোনসহ ৩২৫টি স্মার্ট ফোন জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক বলেন, জব্দ করা ফোনের মধ্যে রয়েছে ১০টি আইফোন সিক্সপ্লাস, ৩০টি আসুস, ৮২টি কার্বন, ১৬৩টি হুয়াই, ১০টি ফ্যান্টম (রিভু), ৩০টি সনি এক্সপেরিয়া। যার মূল্য প্রায় ১ কোটি টাকা।
জব্দ পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।