জঙ্গিবাদ দমন করে পুলিশ আস্থা তৈরি করেছে: প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিএনপি-জামায়াতের নাশকতা মোকাবিলা করে পুলিশ জনমনে আস্থা তৈরি করেছে। সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বৈশ্বিক সমস্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদ উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তবে দেশের পুলিশ বাহিনী এসব প্রতিরোধে ও নির্মূলে বীরত্বের সঙ্গে কাজ করছে। তাদের এ অবদান জাতি চিরদিন স্মরণ করবে। শুধু দেশেই নয়, বাংলাদেশের পুলিশ বাহিনী আন্তর্জাতিক ক্ষেত্রেও দায়িত্ব পালন করছে।
শেখ হাসিনা বলেন, ‘২০১৩ সাল থেকে ২১ জন পুলিশ সদস্য জঙ্গিগোষ্ঠী ও বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে জীবন দিয়েছেন। এই বীর পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করছি’।
একই সঙ্গে জনগণের ভোটের অধিকার রক্ষা ও সুষ্ঠু নির্বাচনে সহায়তার জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পুলিশ বাহিনীর ১২৩ শতাংশ বেতন বেড়েছে। পুলিশ বাহিনীর প্রতিটি ক্ষেত্রে দায়িত্ববোধ ও জনসেবার মানসিকতা থাকতে হবে। পুলিশের সেবা আরো জনবান্ধব করতে হবে।
এবার পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের ১৩২ সদস্যকে পদক প্রদান করা হয়।