২১ জেলায় চলছে পণ্য পরিবহন ধর্মঘট
স্টাফ রিপোর্টারঃ পণ্যবাহী যানবাহনের বাম্পার অপসারণের সিদ্ধান্ত বাতিলসহ ১২ দফা দাবিতে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলায় চলছে পণ্য পরিবহন ধর্মঘট। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদের ডাকা এ ধর্মঘট সোমবার ভোর থেকে শুরু হয়।
ঐক্যপরিষদের আহ্বায়ক আব্দুল গফ্ফার বিশ্বাস বলেন, ট্রাক ও কভার্ড ভ্যানের সাইড অ্যাঙ্গেল, বাম্পার ও হুক অপসারণের সিদ্ধান্ত বাতিলসহ ১২ দফা দাবি আদায়ের জন্য এ ধর্মঘট ডাকা হয়েছে; চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত।
“অন্যান্য দাবির মধ্যে রয়েছে পরিবহনে অতিরিক্ত পণ্য বোঝাই না করতে প্রেসনোট জারি, অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন, ফেরিঘাটে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি বন্ধ, পৌরসভা ও সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি বন্ধ, ব্রিজের টোল কমানো, অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণ, প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান, জ্বালানি তেলের দাম কমানো, ভারতের পেট্রোপোল বন্দরে চালকদের নির্যাতন বন্ধ প্রভৃতি। ”
খুলনা বিভাগ, বৃহত্তর ফরিদপুর ও বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সব পণ্য পরিবহন মালিক-শ্রমিক ধর্মঘট কর্মসূচি পালন করছেন বলে তিনি জানান।
শনিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।